পুণ্ড্রের পাঁচালী-২০ (বাঙালির গৌরব গাঁথা- তৃতীয় পর্ব )
পুণ্ড্রের পাঁচালী-২০ (বাঙালির গৌরব গাঁথা- তৃতীয় পর্ব ) সাজেদুর রহমান গঙ্গার তীরবর্তী মহাসভ্যতা চন্দ্রগুপ্ত মৌর্য। ব্যাবসা-বাণিজ্যে বিখ্যাত বাঙালির গৌরবোজ্জ্বল প্রাচীন ইতিহাসের এক দুর্দান্ত দুঃসাহসী নৃপতি। গোপন মিশনে গুরু চানক্কের সাথে ঘুরে বেড়িয়েছেন পুণ্ড্র থেকে পাটালিপুত্রে। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কমলে কঠিন মেশানো নিষ্ঠুর এক অন্তর। একা। টানে সবাইকে, কিন্তু বিশ্বাস করেন না। ননদ রাজ ধানানন্দের অন্যায় অবিচার অত্যাচার দেখে রুখে দাঁড়িয়েছিলেন। পদে পদে তার বিপদ শিহরন ভয় আর মৃত্যুর হাতছানি। আসুন এই দুর্ধর্ষ দক্ষ সম্রাটের সঙ্গে পরিচিত হই। যিনি মাত্র কুড়ি (২০) বছর বয়সে রাজা হন। এবং ২০ বছর রাজত্ব করেন। এই সময়ে অখণ্ড ভারত বর্ষে একক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। যার ভয়ে আলেকজাণ্ডারের সৈন্য ভারতবিজয়ে অগ্রসর হতে চায়নি। গঙ্গার তীরবর্তী মহাসভ্যতা গঙ্গারিডি রাজ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস এক টানে তুলে নিয়ে যাবে বিপুল প্রাণ শক্তির আশ্চর্য মায়াবী জগতে। পুণ্ড্রের পাঁচালির বিংশ অনুচ্ছেরে গৌরব গাঁথার তৃতীয় পর্বে আপনি আমন্ত্রিত। এই সাথে বলে নেই প্রাইম সংখ্যা