Posts

Showing posts from September, 2019

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

Image
পুণ্ড্রের পাঁচালী-২৬ (তেজস্বিনী-৩য় পর্ব )    সাজেদুর রহমান রাক্ষসী , ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু নারীদের দেশে  নারীরাই ছিল অধিপতি সাতশ পঞ্চাশ সালে বাংলায় অতি তরুণ নেতা গোপালের অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সিংহাসন আরোহণ করেন। নাগ রাক্ষসী সাথে শক্তির পরিক্ষায় না গিয়ে কৌশলে পরাজিত করেন। একজন নবীন নেতার পক্ষে এই অর্জন খুবই বিরল ঘোটনা এবং এই ঘোটনাটি ইতিহাসে স্থান পেয়েছে। আমার আজকের এই লেখা নাগ রাক্ষসীর পরিচয়ের বাইরে অন্যকিছু নিয়ে লেখব।         ছোট বেলায় রাক্ষস আর পেত্নির গল্প না শুনে একটি বাঙালীও বড় হয়নি। ভূত-পেত্নি-ডাকিনী-যোগিনী-শাকচুন্নি , অশরীরী , প্রেত , পেত্নী , ব্রহ্মদৈত্য , পিশাচ , ডাইনী , শাঁকচুন্নী , যক্ষ , মামদো গল্পে শোনা ভয়ঙ্কর রুপী নারীর ছবি। মাথায় গেঁথে থাকা এই ছবি গুলির দিকে যখন চেয়ে থাকি , সত্য তখন থেকে যায় এর সবকিছু থেকে দূরে , অন্য কোথাও , যার সন্ধান এখনো অজানা। পুণ্ড্রের পাঁচালীর এই পর্বে রাক্ষসী বলতে গত্রদেবী বা প্রধানপুজরিনী কিংবা বৈদ্য বা শল্য চিকিৎসক পরিচয় খুঁজব। তেমনি ডাইনী যোগিনীর তত্ত তালস করব। ইতিহাসের সঙ্গে আমাদের সম্পৃক্তত