মহাস্থান কাহিনী -১ (পোস্ট)


মহাস্থান কাহিনী -১ (পোস্ট)

কথিত আছে পঞ্চ পাণ্ডবে দ্বিতীয় পাণ্ডব ভীম পুণ্ড্রে এসেছিলেন পুণ্ড্র ভুক্তি প্রধান বাসুদেব অবাক বিস্ময়ে অপেক্ষাকৃত আধুনিক মানব ভীমকে স্মভ্রমের সাথে স্বাগত জানালেন। স্থানীয়রা সৌম্মকান্তির ভীমকে দিব্যজ্ঞানী মনে করে মহামানব ভাব্ল।

ভীম প্রতিদানে করতোয়া নদীর পশ্চিম তিরে বন্যা প্রতিরোধক সড়ক বাঁধ নির্মাণ করে দিলেন। ভুক্তি অধিবাসীরা কৃতজ্ঞ চিত্তে ভীমকে দেবতা মেনে নিলো। সেই থেকে সনাতন ধর্মাবলম্বীরা দেবতা ভীমের স্পর্শীত স্থানটি  পুণ্ড্রকে মহাস্থান মনে করে।

মহাস্থানে (পুণ্ড্রে) নির্মিত ভীমের সেই সড়ক বাঁধ আজো আছে ভীমের জাঙ্গল নামে ।  বাংলার সর্ব প্রাচীন রাজধানী পুণ্ড্র সেসময়য় বাণীজ্জিক নগরী ও প্রসিদ্ধ নদীবন্দীর মহাভারত মতে বাসুদেব দ্রপদির বিয়েতে উপস্থিত ছিলেন। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে পুণ্ড্র বাসী অংশগ্রহণ করেছিল বলে উল্লেখ আছে

Comments

Popular posts from this blog

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

পুণ্ড্রের পাঁচালী -৭ (নরবলির মন্ত্র )

পিশাচী সাজেদুর রহমান