মহাস্থান কাহিনী -২ (পোস্ট)


মহাস্থান কাহিনী -২ (পোস্ট)

মহাভারতে বর্ণীত সবচেয় সহিংস যুদ্ধের নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে অংশ নেওয়া পুণ্ড্র জাতির রজা বাসুদেবকে(খৃষ্ট পুরব ৯’শ বছ আগে)হত্যা করে ভীম পুণ্ড্রবর্ধনকে অধীনত করেন। স্থানীরা কোনোপ্রকার প্রতিবাদ করেছে বলে জানা যায়না।

মোটামুটি নিরীহ এই পুণ্ড্র জাতীর পুণ্ড্রবর্ধন নামের শেষ পরিচয় পাওয়া যায় দামদোর দেব (১৩’শ খ্রিষ্টাব্দে) তাম্রলিপিতে। আনন্দভট্ট রচিত ‘ব্ললাল্ল চরিত’ কাব্যের তথ্য মতে তখনি পুণ্ড্রের নাম পরিবর্তন হয়ে ‘মহাস্থন’ নামটি প্রচলিত হয়।

মনেকরা হয় সেন পরবর্তী যুগে মহাস্থান নামের প্রবর্তন করেন রাজা পরশুরাম। ‘করতোয়া মাহাত্ম্য’(১১’শ খ্রিষ্টাব্দে রচিত)বর্ণিত, পরশুরাম পুণ্ড্র নগরের পবিত্রতার  প্রতিক মনে করতেন।

Comments

Popular posts from this blog

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

পুণ্ড্রের পাঁচালী -৭ (নরবলির মন্ত্র )

পিশাচী সাজেদুর রহমান