মহাস্থান কাহিনী -৩
মহাস্থান কাহিনী -৩
মহাস্থান
কখনও দুর্গ নগরী। কখনও রাজধানী আবার কখনও বাণিজ্জীক নগর।প্রায় তিন হাজার বছর পুরনো
এই স্থানটি ধর্মীও ভাবেও গুরুত্ত পেয়েছে। বুদ্ধের বিহার, সনাতন ধর্ম্যাব্লম্বিদের প্রাচিন তীর্থ স্থান আর
মুসলমান দের মহাপির শাহ্ বলখির মাজার। আর একারণে মহাস্থানে গেলে দেখা যায় সকল মানুষের মিলন স্থান।
বাংলাদেশের
অধিবাসীদের মহা মিলনে প্রাচীনতম এই স্থানকে মহাস্তান বালাই সংগত। হাজার বছরের
চলমান মানব ইতিহাশে দেখা যায় করতোয়া জলে ভেসে অতিশ দীপংকর, শাহ্ বলখির মতো অসংখ্য
দিব্যজ্ঞানীরা এসেছেন। তাঁদের কারণেও স্থানটি ঐতিহাসিক স্থান।
Comments