মহাস্থান কাহিনী -৭
মহাস্থান কাহিনী -৭
মহাস্থান
লিপি বা ব্রাহ্মী লিপিতে জানতে পারি স্থানীয়দের ভাষা ‘মাগধয়ী’। মাগধীয় ভাষা থেক বাংলা ভাষা। সময়
লেগেছে ১ হাজার বছর। এই সময়ের ভাষাতে রচিত হয়েছে বেহুলা লখিন্দর...এক কালজয়ী
উপাখ্যান।
চাঁদ
সওদাগরের পুত্র লখিন্দর ও তার সতীর্থ সাহার কন্যা বেহুলা। মনসার অভিশাপ ছিল চাঁদ
সওদাগরের প্রত্যেক পুত্রের জীবন বিনাশ করবেন। একমাত্র লখিন্দর বেতীত সবাই সাপের
বিষাক্ত কামড়ে মৃত্যু বরণ করে। এবার লখিন্দরের পালা। বাসর রাতে লখিন্দরকেও সর্প
দংশন করে। তার মৃত্যুকে জয় করতে স্বামীকে নিয়ে ভেলাই চড়ে বসে স্ত্রী বেহুলা...। এই
উপাখ্যানের বাসর ঘরের স্থান (গকুল মেধ)দেখে মহাস্থানের মিথকে সত্য বলে মনে হয়।
Comments