মহাস্থান কাহিনী -১১


মহাস্থান কাহিনী -১১ 


করতয়া 

রবীন্দ্রনাথের রাজপথের কথা কাহিনের নাওয়ক সময়ক। যে চলে নদীর স্রোতের মতো। ঘুমন্ত নগরীর মহাস্থানের কথা জানতে তাই রবীন্দ্রনাথের সময়ের মুখের কথায় বলতে হয়...আমার দিন গুলো কিকরে করতোয়ার স্রোতের উপর খেলতে খেলতে ভেসে যায়, বহুকাল কাল ধরে স্থির ভাবে তাই দেখছি।

রাবীন্দ্রিক সময় বলছে যেন, পুরাতন কথা যদি শুনিতে চাও তবে করতোয়া নদীর তীরে বইস; মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে।

জলকল্লোলে যেভাবে বিস্মৃত কথা শনা যায় তার সাথে প্রত্ননুস্নদ্ধানীরা বিশ্লেশন মেলালে দেখতে পাই, মৌসুমি বৃষটির মত এ জনপদের সজীবতা। এখনকার জলজ জীবন পর্ব এদেশের সর্ব প্রাচীন জনগোষ্ঠীর।

Comments

Popular posts from this blog

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

পুণ্ড্রের পাঁচালী -৭ (নরবলির মন্ত্র )

পিশাচী সাজেদুর রহমান