পুণ্ড্রের পাঁচালী-১৮ (বাঙালির গৌরব গাঁথা-প্রথম পর্ব )
পুণ্ড্রের পাঁচালী-১৮ (বাঙালির গৌরব গাঁথা-প্রথম পর্ব ) সাজেদুর রহমান ইশপের গল্পের মতো নীতি- গল্প। এক চিত্রশিল্পী সিংহের ছবি এঁকে এক সিংহকে ডেকে দেখাল। সিংহটি ছবি দেখে বেশ হতাস। ভেবেছিল সে বনের রাজার, তার ছবি হবে সেই শৌর্য-বীর্যের প্রতিরূপ। কিন্তু চিত্র এঁকেছে, সিংহকে লোকে জুতাপেটা করছে। সিংহটি অপমানিত হয়ে বলল, আমরা যদি ছবি আঁকতে পারতাম তা হলে নিঃসন্দেহে ছবিটি ভিন্ন রকম হতো। সারার্থ- নিজের ছবি অন্য কেউ আঁকলে তার মতো করেই আঁকে। ঠিক আমাদের ইতিহাস লেখার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেছে। আমাদের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস শিকার না করে উলট তাচ্ছিল্য করেছে। অতীত নথী থেকে পাই- বঙ্গের “ পট নাচানো ” অনুকরণ করেছে রোম খ্রিষ্টীয় প্রথম শতকে। আশ্চর্যের বিষয় এই “ পট নাচানো ” তারও বহুপূর্বে বাঙ্গালি শুরু করেছিল। এছাড়াও নাটক-সঙ্গীত-বিনদনের ক্ষেত্রে। এ ক্ষেত্রগুলিতে আমাদের যে কি আসম্ভব গৌরবময় অবদান আছে- জানলে বুকটা ফুলে তিন হাত হয়ে যায়। ...