পুণ্ড্রের পাঁচালী-২৩ (বর্ষার সম্রাট কালিদাস )
পুণ্ড্রের পাঁচালী-২৩ (বর্ষার সম্রাট কালিদাস ) সাজেদুর রহমান ১৯৫৯ সালে কবিকে নিয়ে ‘ মহাকবি কালিদাস ’ নামে একটি হিন্দি সিনেমাও নির্মিত হয়। সেই সিনেমার পোস্টার ছোট একটি গল্প। ধনের দেব কুবের। তার বাড়িতে চাকরি করে এক যক্ষ। ' যক্ষ ' হলো লোকটির জাত-পাতের পরিচয়। যক্ষ বিয়ে করেছে সবেমাত্র। নতুন বৌ , ঘরসংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত। এর ফলে চাকরির কাজে বেচারার ত্রুটি ঘটতে লাগল। তখন রেগেমেগে কুবের তাকে শাস্তি দিলেন। তারা ছিল অলকাপুরীতে। অলকাপুরী হলো মানসসরোবরের কাছে কৈলাস পর্বতে এক শহর। কুবের তাকে সোজা পাঠিয়ে দিলেন রামগিরি পাহাড়ে। উত্তর প্রদেশের দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশের সংযোগস্থলে অত্যন্ত দূর ও দুর্গম পাহাড়ি জায়গাটি ঘন অরণ্যে ঢাকা। রাজধানী থেকে এসে এরকম বুনো জায়গায় একটি বৎসর একা একা নির্বাসনে থাকবে যক্ষ- এটাই তার শাস্তি। এর মধ্যে দশ মাস অতিবাহিত হয়ে গেছে , মাত্র দুটি মাস বাকি , তার পরেই সে ফিরে যেতে পারবে রাজধানী অলকাপুরীতে। এলো আষাঢ় মাস। বর্ষা কাল। মেঘের সে কী নয়ন-ভোলানো মনমাতানো রূপ! সমস্ত পর্বত ও অরণ্যানী নতুন সাজে সেজে উঠেছে যেন। দশটা মাস তার ক...