পুণ্ড্রের পাঁচালী-২৪ (তেজস্বিনী-প্রথম পর্ব )
পুণ্ড্রের পাঁচালী-২৪ (তেজস্বিনী-প্রথম পর্ব ) সাজেদুর রহমান আদিবাংলা নারী সেই অতীতের প্রথম অধ্যায়ে পাওয়া বিষয়টি ভাবলেই আজও আমি দুলে উঠি। চন্দ্রগুপ্তের কন্যা মহিষী প্ৰভাবতী ও ডামারী আর্য বিরধি সংগ্রামে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সেই যুদ্ধে প্ৰভাবতী একটি পা এবং ডামারী একটি হাত হারান। প্ৰভাবতী এবং ডামারী তাঁদের বীরত্বের জন্যও স্মরণীয় হয়ে আছেন। প্রাচীন বৈদিক যুগে নারীদের যুদ্ধক্ষেত্রে লড়াই করার আরও সাক্ষ্য আছে। প্রতিবাদ সাঁওতাল কইন্যা হিড়িম্বার, ক্রীতদাসী ধনপালি, চন্দ্রগুপ্তের মা মুরার অসাধারণ রণকৌশল জানত। চিত্রশিল্পী চিত্রলেখা, শিক্ষাগুরু ডাকিনীরা প্রমাণ করে প্রাচীন বাংলার নারিরা কতটা সৃজনশীল ও জ্ঞানী ছিল। পুণ্ড্রের পাঁচালীর তেজস্বিনী পর্বে আদিবাংলা অপ্রতিরোধ্য-দুর্দমনীয়-বিধ্বংসী অথচ সহজ-সরল নারীদের চিত্র তুলে ধরব। অসাধারণ ক্ষমতাসম্পন্ন নারিদের পরিচয় করিয়ে দেব নবরূপে , ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমকালীন সমাজের সঙ্গে সাযুজ্য রেখে। সম্ভবত বৈদিক যুগ থেকে পাল আমল পর্যন্ত এই সব নারীদের কথা প্রায় অজানা। পুণ্ড্রের পাঁচালীর ২৪ তম অধ্যায়ে তেজস্বিনী ...