পুণ্ড্রের পাঁচালী - ৫ (এক অনিঃশেষ পুরাকীর্তির কথা ) সাজেদুর রহমান কারণ সামান্যই। সামান্য কারণেই শ্যামপুর গ্রামে একটা বিপর্যয় ঘটে গেলো। এই গ্রামের মাটি বিক্রেতা মোতালেব হোসেন শব্দগ্রামের মাটি ব্যাবসায়ি ইন্দাস আলী যোগসাজশে করে মহাস্থানের অন্যতম পুরাক্রিত্তি ‘ ভীমের জাঙ্গাল ’ কেটেকুটে পাঁচটি ইটভাটায় মাটির জোগান দিচ্ছে। প্রতি ট্রাক মাত্র ১৫০ টাকায়। নিরিবিলি এলাকায় খুব ভোরে শুরু করে ৬০/৭০ জন শ্রমিক লাগিয়ে দিয়ে জাঙ্গালের মাটি কাটার কাজটি সকাল ৯/১০ টার মধ্যে শেষ করে ফেলে। এতে গ্রামের লোকে দের নজরে কম আসত। ইটভাটা গুলি ছিল জনবসতির খুব কাছে। সেগুলি যখন চালু হোল তখন তার ধোঁয়ায় এলাকার লোকে রা চরম দুর্ভগে পড়ল। বিশেষ করে ভাটার কাছাকাছি থাকা চারটি স্কুল ও একটি কলেজের শিক্ষার্থীদের অসুবিধা হতে লাগলো খুব বেশি। হাজার বছরের পুরাক্রিত্তিটি মহাস্থান গড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে দিনের পর দিন এমন ঘটনা ঘটে চললেও প্রশাসন নাকি টেরই পায়নি। এলাকার মানুষের নাকের ডগায় ঐতিহাসিক জাঙ...
Posts
Showing posts from August, 2019
অতীশ দীপঙ্করের গুরু ডাইনী
- Get link
- X
- Other Apps
পুণ্ড্রের পাঁচালী-২৫ (তেজস্বিনী-২য় পর্ব ) অতীশ দীপঙ্করের গুরু ডাইনী সাজেদুর রহমান বজ্র যোগিনী পুণ্ড্রের ডাইনীর কথা কি জানেন? জানা নাই, তাই না? সত্যি ছিলও। কিন্তু এখন কেউ জানে না। একজন প্রখ্যাত ডাইনী ছিলেন যিনি অতীশ দীপঙ্করের গুরুর গুরু ছিলেন। তিনি পাঁচ-ছটি বই লিখেছিলেন। তার ছিল হাজার হাজে অনুসারী। ডাইনীদের পাশাপাশি কয়েক জন মহিলা পণ্ডিত ও তান্ত্রিক ছিলেন, যারা খবই প্রভাবশালী ছিলেন। চলতি বাংলায় ডাইনী বলতেই যে ছবিটি ভাসে তাতে কোনও লোলচর্ম বুড়ি , ভীষণদর্শনা , মন্ত্রসিদ্ধা নারীকে দেখি। কিন্তু ডাইনী আদিতে ছিল সম্মানজনক উপাধি। তিব্বতী অর্থ জ্ঞানী- স্ত্রীলিঙ্গে ডাকিনী। ডাইনী বা ডাকিনী ডাকিনীর অর্থ বদলেছে। কি আশ্চর্য না ? আরও আশ্চর্যজনক তথ্য হচ্ছে মহাস্থানে ডাকিনীর ধাপ বা ঢিবি নামে প্রত্ন স্থান আছে। এই ধাপে যে ডাকিনী থাকতেন তিনি বিক্রমশীলায় অধ্যাপনা করতেন এবং তাঁর উপাধি ছিল জ্ঞানডাকিনী। ডাকিনীর সঙ্গে সংশ্লিষ্ট থাকে যে শব্দটি , সেই যোগিনী কথাটা সেযুগের মত তো আজও পজিটিভ অর্থে ব্যবহৃত হয় , সাধিকা অর্থে ব্যবহৃত হয়। মহ...