তেজোময়ী তিন ললনা
পুণ্ড্রের পাঁচালী-২৯ (তেজস্বিনী-৫ম পর্ব) সাজেদুর রহমান তেজোময়ী তিন ললনা পুণ্ড্রের পাঁচালি লেখালেখিতে কিছু শাখা-উপশাখা তৈরি হয়েছে। একটি প্রধান শাখা- ‘তেজস্বিনী’ । ‘তেজস্বিনী’ সম্পর্কে একটা ঘটনার কথা বলি। আমি তখন মহাস্থান নিয়ে জানতে শুরু করেছি। মহাস্থানগরের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলি ঘুরে ঘুরে দেখছি। এক সন্ধ্যাবেলায় আমি গকুলে খুল্লনার ধাপ বসে আছি। নিজের হাতে খুড়ে স্থাপনার ইটের দেয়ালের খানিকটা উন্মুক্ত করেছি। ইটের সারি মাথা চাড়া দিয়ে অস্তিত্ব প্রকাশ করছে- এই দৃশ্য দেখে মজা পাচ্ছি এবং মনে মনে খুল্লনা নামের ঐতিহাসিক নারীকে নিয়ে ভাবছি। ভাবনার এই পর্যায়ে আমি একটু কেঁপে উঠলাম। আমার কাছাকাছি এসে টহল পুলিশের জিপ থমকে দাঁড়াল। তারা দলে চার জন। দুজন দুজন করে জিপ থেকে নামল এবং এমন ভঙ্গি করল যেন পৃথিবীর সবচে’ বড় ক্রিমিনালকে পাওয়া গেছে। দলের একজন ধমকের সঙ্গে বলল, কে ওখানে? পরিচয় কি? আমি দাঁড়িয়ে পড়লাম। অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললাম, আমি সাজু। আপনাদের অবস্থা কি, ভালো? পুলিশের পুরো দলটাই হকচকিয়ে গেল। উর্দি পরা মানুষদের অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে-কোন ...