পুণ্ড্রের পাঁচালী-১১ (কেউ কথা রাখেনি)
পুণ্ড্রের পাঁচালী-১১ ( কেউ কথা রাখেনি ) সাজেদুর রহমান বৈশাখের শেষ বৃহস্পতিবার মাজার সেজেছে বর্ণিল আলোয় ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা… (কেউ কথা রাখেনি; সুনীল গঙ্গোপাধ্যায়) সুনীল গঙ্গোপাধ্যায়ের বোষ্টুমী কথা না রাখলেও মহাস্থানের বোষ্টুমীরা ঠিকয় কথা রাখে । তারা প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে শীলা দেবী ঘাটে ঐতিহ্যবাহী স্নানউৎসবে হাজির হয় । শুধু তাই নয়, ১২ বছর পরপর পৌষ-নারায়ণী স্নানের উদ্দেশ্যে এই স্থানে যোগ দিয়ে থাকেন । কথা দিয়েও কথা রাখেনা ঘাট সংশ্লিষ্ট দায়িত্ব শিলরা। সংস্কারের অভাবে কিংবদন্তির শীলা দেবী ঘাটের এখন নাজুক দশা । মহাতীর্থ শীলা দেবী ঘাট স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা কাছে ভারতের গঙ্গাস্নানের মতোই পবিত্র । যার কারণে আশেপাশের এলাকা ছাড়াও দেশে এবং দেশের বাইরের পুণ্যার্থীরা এই স্নানউৎসবে যোগ দেয় । স্নানের দিনে বিশাল মেলা বসে। “বিসাল মেলা বসে দাদা। লক্ষ লক্ষ মা...