Posts

Showing posts from January, 2019

পুণ্ড্রের পাঁচালী-১৫.২ (রবীন্দ্রনাথের চোখে মহাবিপ্লবী )

Image
পুণ্ড্রের পাঁচালী-১৫.২ (রবীন্দ্রনাথের চোখে মহাবিপ্লবী )   সাজেদুর রহমান   কাল পুরুষ শিশুপাল রবীন্দ্রনাথ ঠাকুর ‘ ভারতবর্ষে ইতিহাসের ধারা ’ নামক এক নাতিদীর্ঘ প্রবন্ধে ‘ প্রাচীনকালের মহাবিপ্লবী’ হিসেবে একজনকে অবিহিত করেছে। ১৯১২ সালে প্রকাশিত ওই প্রবন্ধে লিখিয়াছিলেন , সমাজকে মুক্তি দিতে দাঁড়াইয়া ছিলেন তিনি একদিন পাণ্ডবদের সাহায্যে জরাসন্ধকে বধ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে এই মহাবিপ্লবীকে নিয়ে কিছু প্রশ্ন তুলতে চাই। আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে, হিটলার কিংবা মসেলিনকে যদি হাঙ্গেরি বা স্কটল্যান্ডের কোনো মনিষী হাজার বছরের ব্যাবধানে ‘মহাবিপ্লবী’ বলে আখ্যা দেন তা হলে যেমনটা হবে। বিষয়টার ব্যাখ্যা দেবার আগে শিশুপাল ও জরাসন্ধের কাহিনী বলে নেই।    মহাবলসালী  শিশুপাল এই কাল পুরুষের নাম শিশুপাল । বৃষ্ণিবংশীয় চেদি দেশের রাজা । অসুররাজ্য সীমান্তে ভবঘুরে বলা যায় তাকে। করতোয়া নদীর দু’পারে তার ঘোরাফেরা। নিজ রাজ্যেও বেশিদিন থাকে না। গায়ের জোরে আর অস্ত্রের বিনিময়ে রজগার করে। বেশি পয়সা পায় ' মগধ ' এবং যার রাজা ছিলেন জরাসন্ধর কাছ থেকে। জরাসন্ধর সেনাপ্রধান হয়ে কা...

পুণ্ড্রের পাঁচালী-১৫ (বাঙালির বীরত্ব গাঁথা-তৃতীয় পর্ব )

Image
পুণ্ড্রের পাঁচালী-১৫ (বাঙালির বীরত্ব গাঁথা-তৃতীয় পর্ব )   সাজেদুর রহমান মহারাজা ভগদত্ত আর জরাসন্ধ, দুই পরাক্রমশালী যোদ্ধা। বাংলা মূলকে ওরা; দুর্ধর্ষ, বেপরোয়া, সাহসী অথচ সহজ-সরল মানুষ। বিপজ্জনক সব কাজে বেস্ত। জরাসন্ধ গেছে মথুরায় মামার খুনি মহাবীর কৃষ্ণকে ধরতে। হাতে যথেষ্ট সময় না পেয়েও বিনা প্রস্তুতিতে ভগদত্ত অসাধারণ রণকৌশলে নাস্তানাবদু করে উত্তরের গভীর বনে তাড়িয়ে দিলেন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুনকে। দুই বীর দুই কাজে ছুটছে দু’দিক। ওরা কি জানত দুজনকে কিসের মকাবেলে করতে হবে? জানত জীবনের সবচেয়ে জটিল ষড়যন্ত্রে জড়িয়ে যাবে ওরা। এবার রক্ষা নেই। একদিকে যুদ্ধবাজ পঞ্চপাণ্ড, আরেকদিকে ঠাণ্ডা মাথার রাজনীতিবিদ কৃষ্ণ আর যুধিষ্ঠি। শেষ পর্যন্ত ভগদত্ত আর জরাসন্ধ নিঃসংশয় ভাবে হত্যার শিকার হয়। সেই সাথে ভগদত্তের বংশজাত আরেক বীর নরকাসুর এবং জরাসন্ধর সেনাপতি শিশুপাল আর্যদের কূটকৌশলে জীবন দিতে হয়।                               উত্তরদেশের ভগদত্তসহ নরকাসুর -জরাসন্ধ-শিশুপালের পতন ঘটছে , তখন থেকেই আমাদের বাংলায় অনার্য্য রাজাদের...