পুণ্ড্রের পাঁচালী-১৫.২ (রবীন্দ্রনাথের চোখে মহাবিপ্লবী )
পুণ্ড্রের পাঁচালী-১৫.২ (রবীন্দ্রনাথের চোখে মহাবিপ্লবী ) সাজেদুর রহমান কাল পুরুষ শিশুপাল রবীন্দ্রনাথ ঠাকুর ‘ ভারতবর্ষে ইতিহাসের ধারা ’ নামক এক নাতিদীর্ঘ প্রবন্ধে ‘ প্রাচীনকালের মহাবিপ্লবী’ হিসেবে একজনকে অবিহিত করেছে। ১৯১২ সালে প্রকাশিত ওই প্রবন্ধে লিখিয়াছিলেন , সমাজকে মুক্তি দিতে দাঁড়াইয়া ছিলেন তিনি একদিন পাণ্ডবদের সাহায্যে জরাসন্ধকে বধ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে এই মহাবিপ্লবীকে নিয়ে কিছু প্রশ্ন তুলতে চাই। আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে, হিটলার কিংবা মসেলিনকে যদি হাঙ্গেরি বা স্কটল্যান্ডের কোনো মনিষী হাজার বছরের ব্যাবধানে ‘মহাবিপ্লবী’ বলে আখ্যা দেন তা হলে যেমনটা হবে। বিষয়টার ব্যাখ্যা দেবার আগে শিশুপাল ও জরাসন্ধের কাহিনী বলে নেই। মহাবলসালী শিশুপাল এই কাল পুরুষের নাম শিশুপাল । বৃষ্ণিবংশীয় চেদি দেশের রাজা । অসুররাজ্য সীমান্তে ভবঘুরে বলা যায় তাকে। করতোয়া নদীর দু’পারে তার ঘোরাফেরা। নিজ রাজ্যেও বেশিদিন থাকে না। গায়ের জোরে আর অস্ত্রের বিনিময়ে রজগার করে। বেশি পয়সা পায় ' মগধ ' এবং যার রাজা ছিলেন জরাসন্ধর কাছ থেকে। জরাসন্ধর সেনাপ্রধান হয়ে কা...