মহাস্থান কাহিনী – ৫
মহাস্থান কাহিনী – ৫
খ্রিস্টপূর্ব
৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন
করে এই নিদর্শন। মৌরজ আমলে এই স্থানটি “পুণ্ড্রনগর” নামে পরিচিত ছিল। বগুড়া শহর
থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।
মহাস্থানগড়
নিয়ে এমনটায় বর্ণনা পাই পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের পাতায়। সেখানে বলা হচ্ছে- এখানে প্রাপ্ত
নিদর্শনগুলর মধ্যে রয়েছ – চওড়া খাদবিশিশ্ত প্রচীন দুর্গ, প্রাচীন ব্রক্ষ্মী
শিলালিপি, মন্দির, পোড়া মাটির ফলক, ভাস্কারজ, ধাতব মুদ্রা, ৩.৩৫ মিটার লম্বা
‘খুদাই পাথর’।
Comments