মহাস্থান কাহিনী -৯ পোস্ট


মহাস্থান কাহিনী -৯ পোস্ট
জিওয়ন কুণ্ড

গোমাংস জিওয় কুণ্ডের পানিতে পরাই পানি অপবিত্র হয়। এতে কুণ্ডের পুনরজ্জীবীত করার ক্ষমতা হারায়রাজা পরশুরামের পরাজিত হয় আর তার বোন শিলাদেবি প্রমত্ত করতোয়ায় ঝাপ দিয়ে আত্নহত্তা করেন। সেই থেক মহাস্থানে ইসলাম কায়েম হয়।

শিলাদেবির ঘাট 

রাজা পরশুরামের বোন শিলাদেবির করতোয়া নদীর যেস্থানটিতে আত্মহত্যা করেছিলেন সেটি এখন শিলাদাবির ঘাট। আজ সেখানে সনাতন ধর্ম্যাবলিম্বরা মহাসিমারহে পূজা-মেলা করা।
খোদার পাথর ভিটা

মেলায় আশা দর্শনার্থীরা রাজা পরশুরামের জিওত কুণ্ড, পরশুরামের প্রাসাদ,শিলাদাবির ঘাট দেখে আর দেখে মীর শাহা সুলতান মাহী সওয়ার বলখীর মাজার। মাজারের ১০/১৫ কিলোমিটারের মধ্যে গবিন্দ ভিটা, বইরাগী ভিটা, মানকালীর কুণ্ড, নরসিংহের (নরপতির) ধাপ, মুনির ঘন, কানছ কূপ, তাম্র দ্বার (পশ্চিমে তাম্র দুয়ার), বুড়ির ফটক (দক্ষিণ প্রাচিরে দরোজা), পদ্ম দেবীর বাড়িতে যাওয়ার দুয়ার (উত্তর ও মদ্ধের কাটা দুয়ার) ও জাদুঘর। 

Comments

Popular posts from this blog

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

পুণ্ড্রের পাঁচালী -৭ (নরবলির মন্ত্র )

পিশাচী সাজেদুর রহমান