মহাস্থান কাহিনী -৪


মহাস্থান কাহিনী -৪


বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ মহাস্থানকে নিয়ে স্থানীয়দের প্রচলিত ধারনাটা বারাবারি রকমের। তারা মনেকরে- মস্থানের মাটির উপরে ও নীচে এত সম্পদ আছে, যা দিয়া পৃথিবীর সকল মানুষকে আড়াই দিন খাওইয়ান যাবে।

লোক কথাকে আমলে নিলে দুনীয়ার তাবৎ মানুষকে ৮ বেলা খাওয়তে হবে। প্রত্ন স্মপদের প্রকৃত মূল্য বিবেচনায় রেখে মহাস্থানের ধনভাণ্ডার খরচ করে পৃথিবীর সকল মানুষকে আড়াই দিন ক্ষুধা মুক্ত রাখা যাবে...?

বাংলাদেশের আইন মতে, ১’শ হছরের পুরনো ১০ টাকা মূল্যের বস্তু পাওয়া গেলে সরকারের কাছে জমা দিতে হবে। কারণ ওই বস্তু প্রত্ন বস্থু। প্রত্ন স্মপদ।

Comments

Popular posts from this blog

পুণ্ড্রের পাঁচালী -৭ (নরবলির মন্ত্র )

রাক্ষসী, ডাইনী আর যোগিনী পরিচয়ের বাইরে অন্যকিছু

পিশাচী সাজেদুর রহমান