মহাস্থান কাহিনী -৮
মহাস্থান কাহিনী -৮
খানিকটা সত্য, অনেকটা কল্পনা মিলে কালকে
জয় করে টিকে থাকা কাহিনী মিথ। সে হিসেবে মহাস্থানের কালজয়ী উপাখ্যান বেহুলা
লখিন্দরের কাহিনীকে মিথ বলা কি যায়? তবে পরশুরাম ও মাহী সওয়ার বলখীর ধর্ম যুদ্ধ নিয়ে
যে কাহিনী তাকে মিথ বলা চলে।
মাছের পিঠে চড়ে করতোয়া পারী দিয়ে আসা
ইসলাম প্রচারক শাহা সুলতান বলখীর সাথে যুদ্ধ হয় রাজা পরশুরামের। দেব-আনুকূল্য
পাওয়া পরশুরাম এযুদ্ধে মৃত যোদ্ধাদের জিওত কুণ্ডের(কূপ)পানিতে ফেলে জীবন্ত করে
আবার যুদ্ধে পাঁঠাতে থাকে।
এতে শাহা সুলতান বলখীর দল পরাজয়ের
আশঙ্কায়া পরে। ঠিক তখন আল্লাহর ওলি বলখী অলোকিক ক্ষমতা দেখালেন। তিনি কাকাকে
নির্দেশ দিলেন, এক টুকরো গোমাংস জিওত কুণ্ডের পানিতে ফেলে আসার।
Comments