পুণ্ড্রের পাঁচালী - ৫ (এক অনিঃশেষ পুরাকীর্তির কথা )
পুণ্ড্রের পাঁচালী - ৫ (এক অনিঃশেষ পুরাকীর্তির কথা ) সাজেদুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ঐতিহ্যবাহী ‘ ভীমের জাঙ্গাল ’ কেটে নেওয়া স্থান। কারণ সামান্যই। সামান্য কারণেই শ্যামপুর গ্রামে একটা বিপর্যয় ঘটে গেলো। এই গ্রামের মাটি বিক্রেতা মোতালেব হোসেন শব্দগ্রামের মাটি ব্যাবসায়ি ইন্দাস আলী যোগসাজশে করে মহাস্থানের অন্যতম পুরাক্রিত্তি ‘ ভীমের জাঙ্গাল ’ কেটেকুটে পাঁচটি ইটভাটায় মাটির জোগান দিচ্ছে। প্রতি ট্রাক মাত্র ১৫০ টাকায়। নিরিবিলি এলাকায় খুব ভোরে শুরু করে ৬০/৭০ জন শ্রমিক লাগিয়ে দিয়ে জাঙ্গালের মাটি কাটার কাজটি সকাল ৯/১০ টার মধ্যে শেষ করে ফেলে। এতে গ্রামের লোকে দের নজরে কম আসত। ইটভাটা গুলি ছিল জনবসতির খুব কাছে। সেগুলি যখন চালু হোল তখন তার ধোঁয়ায় এলাকার লোকে রা চরম দুর্ভগে পড়ল। বিশেষ করে ভাটার কাছাকাছি থাকা চারটি স্কুল ও একটি কলেজের শিক্ষার্থীদের অসুবিধা হতে লাগলো খুব বেশি। হাজার বছরের পুরাক্রিত্তিটি মহাস্থান গড় থেকে মাত্র পাঁচ কি...